ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট লেঘারি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট লেঘারি মারা গেছেন

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি (৭০) বুধবার হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন।

তার ছেলে জামাল লেঘারি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।  

লেঘারি হৃদরোগে ভুগছিলেন এবং বেশ কিছুদিন আগে তাকে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

লেঘারি পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৯৩ সালের নভেম্বর থেকে ১৯৯৭ সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর লাঘেরি পাকিস্তানের অষ্টম প্রেসিডেন্ট।  

১৯৯৬ সালে দুনীর্তির অভিযোগে তিনি পিপিপি সরকারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বরখাস্ত করেন।

তবে ভুট্টোর উত্তসূরী নেওয়াজ শরীফের সঙ্গে মত বিরোধ দেখা দেওয়ায় পাঁচ বছরের মেয়াদ শেষ না করেই লাঘেরি পদত্যাগ করেন।

নেওয়াজ শরীফ বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান বিরোধী নেতা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।