ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চিলির প্রেসিডেন্টকে জাতিসংঘের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, অক্টোবর ১৫, ২০১০
চিলির প্রেসিডেন্টকে জাতিসংঘের অভিনন্দন

নিউইয়র্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে অভিনন্দন জানিয়েছেন। দুই মাসেরও বেশি সময় ভূগর্ভস্থ খনিতে আটকে থাকার পর ৩৩ জন শ্রমিককে সফলভাবে উদ্ধার করায় তাকে অভিনন্দন জানান বান।



সফল এ অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য পিনেরাকে অভিনন্দন জানানোসহ উদ্ধার পাওয়া ৩৩ জন শ্রমিককেও উষ্ণ শুভেচ্ছা জানান তিনি। পিনেরার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি অভিনন্দন দেন বলে জাতিসংঘের এক মুখপাত্র জানান।

বানের বরাত দিয়ে মার্টিন নেসিরকি বলেন, ‘মহাসচিব চিলির জনগণ এবং বীর খনিশ্রমিকদের সঙ্গে মানবিক উপস্থিত বুদ্ধি ও নৈতিক শক্তির বিজয় উদযাপনে যোগ দিয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘কখনো হার না মেনে তারা একসঙ্গে কাজ করেছেন এবং আমরা সবাই তাদের সাহসিকতা ও অধ্যবসায় থেকে শিক্ষা গ্রহণ করেছি। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।