bangla news

ফিজির দক্ষিণে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৬-২৯ ৫:৪৫:৫৬ পিএম

ফিজির দক্ষিণে আজ বুধবার রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ওয়েলিংটন: ফিজির দক্ষিণে আজ বুধবার রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৪ টা ৩০ মিনিটে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী সুভা থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণে ও ভূপৃষ্ঠ থেকে ৫৩৬ কিলোমিটার গভীরে। তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে সংস্থা এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলটি “প্যাসিফিক রিং অফ ফায়ার” নামে সক্রিয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ একটি বিশেষ জোনের অন্তর্ভূক্ত। এখানে প্রায়সময় ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:২৯ ঘন্টা, ৩০ জুন, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-06-29 17:45:56