ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলকাতা হাইকোর্টের মালিক যুক্তরাজ্যের রানী!

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

কলকাতা: স্বাধীনতার ৬৩ বছর পরেও ভারতের প্রাচীনতম আদালত কলকাতা হাইকোর্টের মালিক ভারত সরকার নয়, এর আসল মালিক যুক্তরাজ্যের রানী। এই উদ্ভট অথচ বাস্তব সত্যটি সর্বসমক্ষে স্পষ্ট হয়ে গেছে সম্প্রতি একটি মামলার সূত্রে।



কলকাতা হাইকোর্ট আদালতের ওপর ভারতের তথ্য কমিশনের নজরদারি খারিজ করে দিয়েছে-এই সূত্রের ওপর নির্ভর করে।

সোমবার কলকাতা হাইকোর্টের মুখ্য তথ্য আধিকারিক ইমরান হাফিজ ভারতের তথ্য কমিশনকে বলেন, ‘আইনগত বৈধ কোনও সরকার যদি সংবিধানসিদ্ধ কোনও সংস্থা গঠন করে, তখনই তথ্য জানার অধিকার আইনটি প্রযোজ্য হতে পারে। কলকাতা হাইকোর্টের ওপর ভারত সরকার বা সংবিধানের কোনও আইনগত অধিকার নেই। এ অধিকার ব্রিটিশ আমল থেকেই মহারানী ভিক্টোরিয়া ভোগ করে আসছেন। এ ক্ষমতা এখনও সংরক্ষিত আছে এবং এ ক্ষমতা ভারত সরকার হাতে তুলে নিতে পারে না। ’

অন্যদিকে সাবেক অতিরিক্ত সলিসিটর জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশ সিং বলেছেন, এখন কলকাতাসহ দেশের সব হাইকোর্ট কাজ করছে ভারতের সংবিধানের এখতিয়ারে। যদিও প্রাথমিক পর্যায়ে তা যুক্তরাজ্যের মহারানির হাতে ছিল। তাই মুখ্য তথ্য আধিকারিকের দেওয়া বক্তব্য এখন কার্যকরী হতেই পারে না।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।