ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানল: ৩৪ জনের মৃত্যু, নিরাপদ আশ্রয়ে বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আলজেরিয়ায় দাবানল: ৩৪ জনের মৃত্যু, নিরাপদ আশ্রয়ে বহু মানুষ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুনে ৩৪ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এদের মধ্যে ১০ জন সেনা সদস্যও রয়েছেন।

এদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) উত্তর আফ্রিকার দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রচণ্ড বাতাস ও প্রচণ্ড গরমে ১৬টি প্রদেশে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে। ১০ সেনাসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কমপক্ষে ২৬ জন্য আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, দাবানলের কারণে রাজধানী আলজিয়ার্সের পূর্বে বেজাইয়া, বুইরা এবং জিজেল প্রদেশ থেকে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলের তিনটি প্রদেশ সবচেয়ে ভয়াবহ দাবানল দেখেছে।

রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবোউন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল জাজিরা বলছে, প্রায় সাড়ে সাত হাজার কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। তারা ৩৫০টি ট্রাক বিমানের সাহায্যে সারা দেশে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করছে।

এদিকে কোথাও নতুন করে দাবানল সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে খবর জানাতে টোল ফ্রি নম্বর চালু করেছে আলজেরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নাগরিকদের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা এড়াতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।