ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিন দুর্বল, তার ক্ষমতা চূর্ণবিচূর্ণ হচ্ছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জুলাই ৩, ২০২৩
পুতিন দুর্বল, তার ক্ষমতা চূর্ণবিচূর্ণ হচ্ছে: জেলেনস্কি

ওয়াগনারের বিদ্রোহের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জবাব ছিল দুর্বল। আর নিজের লোকজনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি।

 

রোববার সিএনএনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমরা পুতিনের প্রতিক্রিয়া দেখেছি। এটি ছিল দুর্বল। প্রথমত আমরা দেখেছি, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওয়াগনার রাশিয়ার গভীরে প্রবেশ করছিল এবং কত সহজেই একটি অঞ্চল দখল করে নিয়েছিল। পুতিন ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেননি।

তিনি বলেন, প্রেসিডেন্ট যে উলম্ব ক্ষমতা ব্যবহার করেন, তা চূর্ণবিচূর্ণ হয়ে পড়ছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদন থেকে দেখা যায়, ক্রেমলিন ওয়াগনার প্রধান প্রিগোজিনের সমর্থন পরিমাপ করছিল। তিনি দাবি করেন, রাশিয়ার অর্ধেক অংশই ওয়াগনার প্রধান এবং আধা সামরিক বাহিনীর বিদ্রোহকে সমর্থন করেছিল।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।