ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ: দিনিপ্রোতে রুশ হামলায় আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ইউক্রেন যুদ্ধ: দিনিপ্রোতে রুশ হামলায় আহত ২০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দিনিপ্রো শহরে রাশিয়ার হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা একটি দুইতলা ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

রোববার (৪ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

এক কর্মকর্তা বলেছেন, আহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

যদিও রাশিয়া এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাকের মতে, শহরের উত্তরের একটি জেলায় কথিত হামলার পর আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেছেন, আহত পাঁচ শিশুর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিয়েভে যেকোনো ধরনের বিমান হামলা প্রতিহত করতে রোববার ভোরের দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। রাজধানীর সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।