ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন সিনেটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মার্কিন সিনেটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল রাশিয়া 

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। এক ভিডিওতে তাকে রুশ সৈন্যদের মৃত্যু  নিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায়।

এই ঘটনার পরই পরোয়ানাটি জারি হয়।

গেল শুক্রবার কিয়েভে গ্রাহাম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সম্পাদিত ভিডিওটি পোস্ট করে জেলেনস্কির দপ্তর।

ভিডিওতে সিনেটর গ্রাহাম কিয়েভকে সাহায্য দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এ পর্যন্ত খরচ করা সর্বোত্তম অর্থ, রাশিয়ার সৈন্যরা মরছে।

মার্কিন এই সিনেটর বলেছেন, তিনি রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মানের ব্যাজ হিসেবে পরবেন।

সোমবার টুইটারে এক পোস্টে  গ্রাহাম বলেন, ইউক্রেনের প্রতি আমার প্রতিশ্রুতি পুতিনের শাসনে ক্ষোভ টেনেছে, তা জানতে পেরে আমি অনেক আনন্দিত।

তিনি বলেন, আমি ইউক্রেনের স্বাধীনতার পাশে থাকব যতক্ষণ না রুশ সৈন্যরা  ইউক্রেন থেকে বের না হয়ে যায়।

গ্রাহামের এই মন্তব্যের ঘটনায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার বলেন, ‘এমন ব্যক্তির সিনেটর থাকাটা কোনও দেশের জন্য সবচেয়ে বড় লজ্জার’।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।