ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

২০ কিলোমিটার ছোটাছুটি করে পলাতক বরকে ধরে এনে বিয়ে করলেন কনে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ২৪, ২০২৩
২০ কিলোমিটার ছোটাছুটি করে পলাতক বরকে ধরে এনে বিয়ে করলেন কনে

আড়াই বছরের প্রেমের পরিণতিতে বিয়ের আয়োজন। তবে বিয়ের দিন পালিয়ে যান বর।

২০ কিলোমিটার ছোটাছুটি করে বরকে ধরে এনে বিয়ের পিঁড়িতে বসান কনে। শেষ পর্যন্ত করেন বিয়ে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারেইলি শহরের। বিয়ের মণ্ডপে এসে ঘাবড়ে যান বর। বিয়েতে অস্বীকৃতি জানান তিনি। ঠিক এই সময়ে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান। এনডিটিভি

ঘটনা শুনে বিয়ের সাজপোশাকেই বরকে খুঁজতে বেড়িয়ে পড়েন কনে। বরকে কল দিলে তিনি বলেন, মাকে আনতে গিয়েছেন। তবে বিশ্বাস হয়নি কনের।  

বারেইলি শহরের সীমানার বাইরে একটি পুলিশ স্টেশনের কাছে একটি বাসে বরকে খুঁজে পাওয়া যায়। দুই ঘণ্টা ধরে চলে নাটকীয় আলোচনা। পরে কনে ও তার পরিবার এবং বরের পরিবার মিলে বরকে মন্দিরে নিয়ে যায়।

বরের পরিবারের সম্মতিতে বারেইলি শহরের বাইরের একটি মন্দিরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, একেবারে সাধাসিধে পোশাক বরের গায়ে। তাদের পরিবার বিয়ের অনুষ্ঠান দেখছে।

কনের সাহসিকতার প্রশংসার সঙ্গে অনেকে বরের সমালোচনাও করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।