ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

প্রায় দুই হাজার বছর আগের কঙ্কাল মিলল পম্পেইয়ে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মে ১৭, ২০২৩
প্রায় দুই হাজার বছর আগের কঙ্কাল মিলল পম্পেইয়ে 

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন রোমান শহর পম্পেইয়ে প্রত্নতাত্ত্বিকরা দুটি নতুন কঙ্কাল পেয়েছেন। দুটি কঙ্কালই পুরুষের।

 ৭৯ খ্রিস্টাব্দে অগ্নুৎপাতের সময়কার ভূমিকম্পে তাদের মৃত্যু হয়।   

যে দুটি কঙ্কাল পাওয়া গেছে, তাদের বয়স অন্তত ৫৫। কাস্তি আমান্তিতে একটি দেওয়ালের নিচে থেকে কঙ্কাল দুটি পাওয়া যায়। আগ্নেয়গিরর লাভায় চাপা পড়ার আগেই দেওয়ালটি ধসে পড়ে। খবর আল জাজিরা।  

ভূমিকম্পের পরে অগ্নুতপাতের সময়ে সম্ভবত সেখানে পুনঃনির্মাণের কাজ চলছিল।

নাপোলির ২৩ কিলোমিটারে দক্ষিণপূর্বে পম্পেইয়ের অবস্থান। আগ্নেয়গিরির ছাই, নুড়ি পাথর ও ধুলাবালির নিচে চাপা পড়ে ধ্বংস হওয়ার সময়ে সেখানে ১৩ হাজার লোকের বাস ছিল।  

পম্পেই আর্কিওলজিক্যাল পার্কের পরিচালক গ্যাব্রিয়েল জুচট্রিগেল মঙ্গলবার বলেন, ওই দুই ব্যক্তি আগ্নেয়গিরির ছাইয়ে চাপা পড়ে মারা যাননি। ভবন ধসে তাদের মৃত্যু হয়। তাদের ভাঙা হাড়ে ভবনের টুকরো পাওয়া গেছে।

জার্মান এই প্রত্নতত্ত্ববিদ বলেন, খোঁড়াখুঁড়ির আধুনিক কৌশল আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে কেমন করে দুদিনের মধ্যেই পম্পেই নগর ধ্বংস হয়েছিল এবং অনেক বাসিন্দার মৃত্যু হয়েছিল।  

তিনি বলেন, গত কয়েক বছরে আমরা জানতে পেরেছি, তখন অগ্নুৎপাতের সময়ে বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।  

একটি কঙ্কালের হাত উঁচু করা ছিল। ওই ব্যক্তি হাত দিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।