ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২০০ মানুষকে ক্ষমা করেছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।

বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেইর বরাত দিয়ে গতকাল সোমবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরিনা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যাম গত মাসের প্রথম দিকে প্রতিবেদন করেছিল, সুপ্রিম লিডার আলী খামেনি ইরানের বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ হাজার হাজার বন্দিকে ক্ষমা করেছেন।

বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে আছে ২২ হাজার মানুষ, যারা কিনা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ’

গত সেপ্টেম্বরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা এক তরুণ ইরানি কুর্দি নারীর মৃত্যু হয়। এরপর থেকেই ইরান জুড়ে বিক্ষোভে ছড়িয়ে পড়ে। হিজাব আইন ভঙ্গের জেরে ওই নারীকে প্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।