ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি-আমেরিকান নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি-আমেরিকান নিহত

অধিকৃত পশ্চিম তীরে গুলিতে এক ইসরায়েলি-আমেরিকান নিহত হয়েছেন। সেখানে প্রতিশোধমূলক অস্থিরতা ক্রমেই তীব্র হচ্ছে।

নিহত ব্যক্তির নাম এলান গ্যানেলেস, বয়স ২৬। জেরিকো শহরের কাছে মহাসড়কে যানবাহনে হামলা শুরু হলে তিনি নিহত হন। মঙ্গলবার বিবিসি এই খবর জানিয়েছে।

পশ্চিম তীরে রোববার রাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের গ্রামে হামলা চালায়। তারা বেশ কয়েকটি গাড়ি ও বাড়িঘরে আগুন দেয়। এই ঘটনার পরই ইসরায়েলি-আমেরিকানের নিহত হওয়ার ঘটনা ঘটল।

এর আগে পাশের একটি গ্রামে দুই বসতি স্থাপনকারীকে গুলি করে ফিলিস্তিনিরা। পরে তাদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।  

এলান গ্যানেলেসকে জেরুজালেমের একটি হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে মৃত ঘোষণা করা  হয়।  

মার্কিন দূত টম নিদিস টুইট করে জানান, দুঃখজনকভাবে, আমি নিশ্চিত করছি যে, মার্কিন এক নাগরিক জঙ্গি হামলায় পশ্চিম তীরে আজ রাতে নিহত হয়েছে। আমি তার পরিবারের জন্য প্রার্থনা জানাই।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামলাকারীরা ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা নিজেদের গাড়িতেও আগুন দেয়।  

হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে পুলিশের সঙ্গে গুলি-বিনিময় করেছে। এখনও কোনো ফিলিস্তিনি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ