ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোয় ভূমিধসে নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
মেক্সিকোয় ভূমিধসে নিখোঁজ ১১

মেক্সিকো সিটি : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার পাহাড় ধসে কেউ মারা যায় নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার রাতে পাওয়া শেষ খবরে সাত জন নিহত ও এক শ’ জন নিখোঁজ থাকার কথা জানা গিয়েছিলো।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা রাজ্যে মঙ্গলবার ওই পাহাড় ধসের ঘটনা ঘটে।

এর আগে ওই ভূমিধসে প্রাথমিকভাবে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়। সরকারি কর্মকর্তারা জানান, তিনশ’রও বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

ওয়াহাকা রাজ্যের গভর্নর ইউলিসেস রুইস জানান, পাহাড়ের ২০০ মিটারের একটি অংশ ধসে পানিবন্দী অঞ্চলের ১০০ থেকে ৩০০ বাড়ির ওপর পড়ে।

প্রাথমিকভাবে তিনি আশঙ্কা প্রকাশ করে স্থানীয় টিভি টেলিভিস্টাকে বলেন, ‘৫০০ থেকে ৬০০ মানুষ মারা গেছে। তবে তারা বলছে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ’

সরকারি কর্মকর্তারা জানান, চলতি বছর মেক্সিকোয় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিই এই পাহাড় ধসের কারণ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।