ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৮০ লাখ লোক: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ৮, ২০২৩
যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৮০ লাখ লোক: জাতিসংঘ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য দিয়েছে।

আল জাজিরা।
 
জার্মানিতে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথরিনা লাম্প বলেছেন, ইউক্রেন ছেড়ে ৭ দশমিক ৯ মিলিয়ন লোক পালিয়েছে। ৫ দশমিক ৯ মিলিয়ন লোক অভ্যন্তরীণভাবে ঘর ছেড়েছে।  

বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন, যা দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়নের তিন ভাগের এক ভাগেরও বেশি।  

ইউএনএইচসিআর এর আগে জানিয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে ১৮ মিলিয়ন লোকের মানবিক সহায়তা প্রয়োজন। এই দ্বন্দ্বে ৬ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া হয়েছে। নভেম্বরে ইউরোপজুড়ে ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ছিল ৭ দশমিক ৮ মিলিয়ন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।