ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ইবে এবং ইয়াহুকে ছাড়িয়ে ফেসবুক!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
ইবে এবং ইয়াহুকে ছাড়িয়ে ফেসবুক!

সম্প্রতি ৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আর্কষণ করেছে ফেসবুক। এ সামজিক নেটওয়ার্কিং সাইট এবার সম্পদের হিসাবেও ছুঁয়েছে আরেকটি মাইল ফলক।



এ মুহূর্তে ফেসবুকের মোট সম্পদের পরিমাণ তিন হাজার ৩০০ কোটি ডলার। যা ইয়াহু, ডেল কিংবা অ্যাডবির চেয়ে তুলনামূলক বেশি। এ তথ্য প্রকাশ করেছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

এ মুহূর্তে ইবে’র মোট সম্পদের পরিমাণ তিন হাজার ২০০ কোটি ডলার। রিম এবং ডেলের মোট সম্পদের পরিমাণ যথাক্রমে দুই হাজার ৬০০ কোটি ডলার এবং দুই হাজার ৩৮০ কোটি ডলার।

অন্যদিকে ইয়াহুর সম্পদের পরিমাণ এক হাজার ৯১০ কোটি ডলার। সম্পদের হিসাবে ইবে, রিম, ডেল বা ইয়াহু ছাড়াও অ্যাডবি, কস্টকো, স্ট্যাপলস থেকেও অনেকটা এগিয়ে আছে ফেসবুক।

গুগল, মাইক্রোসফট বা অ্যাপলকে ছড়িয়ে যেতে ফেসবুকের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে বিশ্লেষকদের অভিমত। এখন ফেসবুকের কর্মীসংখ্যা প্রায় দেড় হাজার। অন্যদিকে ইবেতে কাজ করছেন প্রায় ১৫ হাজার কর্মচারী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।