ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ত্রুটিপূর্ণ পর্দার সম্মুখীন হচ্ছেন

আইফোন ফোর ভোক্তারা

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১০

২৪ জুন বৃহস্পতিবার বাজারে আসা অ্যাপল আইফোন ফোর সংস্করণের পর্দায় ত্রুটি ধরা পড়েছে। সংস্করণটি ব্যবহারের সময় প্রদর্শনী পর্দার রেটিনায় কিছু খারাপ দাগ দেখা যাচ্ছে।

ফলে ভোক্তারা সঠিকভাবে মূল পর্দা উপভোগ করতে পারছে না।  

অভিযোগ উঠেছে, অ্যাপলের আইফোন ফোর এর প্রথম সরবরাহে পণ্যগুলোর পর্দায় ত্রুটি পাওয়া যাচ্ছে। ব্যাবহারকারীরা টিইউএডব্লিউ ব্লগে জানান, নতুন আইফোন ফোর সংস্করণের পর্দার নিচের কৌণিক অংশে হালকা রঙ এর দাগ দৃশ্যমান হচ্ছে। অ্যাপলের রেটিনা যুক্ত পর্দাটি প্রথমবার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। আইফোন ফোর মডেলটি সর্ম্পকে অ্যাপল সূত্র জানিয়েছে, বাজারে ছাড়া বিভিন্ন পণ্যের মধ্যে এটি অ্যাপলের মৌলিক পণ্য। তাছাড়া এর পর্দা তৈরিতে কাজ করেছে বিখ্যাত পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

এখন পর্যন্ত যেসব গ্রাহকরা আইফোন ফোর এর অগ্রিম অর্ডার করেছে তারা ত্রুটিপূর্ণ সংস্করণ হাতে পাচ্ছে। অন্যদিকে ত্রুটিযুক্ত সমস্যার কারণে প্রাথমিক অর্ডারের কাজ কিছুটা হলেও বিলম্বিত হবে। সূত্র জানিয়েছে, যদিও এটি আইফোন ফোর এর নির্মাণ ত্রুটি। তবে এর অন্য সব সম্পাদনায় তেমন কোনো সমস্যা আপাতত নেই।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২০ ঘণ্টা, জুন ২৪, ২০১০
এসজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।