ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

অ্যাডবি ফটোশপ ইলিমেন্টস৯ সংস্করণ অবমুক্ত

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
অ্যাডবি ফটোশপ ইলিমেন্টস৯ সংস্করণ অবমুক্ত

অ্যাডবি তাদের ছবি সম্পাদনার সফটওয়্যার ফটোশপ ইলিমেন্টসের নবম সংস্করণ উন্মোচন করেছে। সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক দু’অপারেটিং সিস্টেমেই ব্যবহারযোগ্য।

তাই এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত ফটোশপ ইলিমেন্টসের অনেক বৈশিষ্ট্য ম্যাকেও ব্যবহার করা যাবে।

ফটোশপ ইলিমেন্টসের নবম সংস্করণে ফটোশপ সিএসফাইভ এর অনেক জনপ্রিয় সংস্করণ যুক্ত হয়েছে। তাছাড়া নতুন সংস্করণে ‘কনটেন্ট অ্যাওয়ার ফিল’ নামে টুল ব্যবহার করে কোনো ছবির চারপাশের তথ্যের সঙ্গে সঙ্গতি রেখে সেখান থেকে নির্দিষ্ট অবজেক্ট মুছে ফেলা যাবে। এছাড়া এ সংস্করণের লেয়ার মাস্কস টুলের সাহায্য কোনো ছবির একটি নির্দিষ্ট অংশ ট্রান্সপারেন্সি লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লকও করা যাবে।

নির্মাতা সূত্র জানিয়েছে, ফটোশপ ইলিমেন্টস৯ সংস্করণ ইন্টেল ম্যাকের ১০.৫.৮ সংস্করণ বা তার চেয়েও পুরনো সংস্করণে ব্যবহার করা যাবে। এ মুহূর্তে এ সংস্করণের মূল্য ধরা হয়েছে ১০০ ডলার। তবে ব্যবহারকারীরা আরও ৫০ ডলার ব্যয়ে ফটোশপ ইলিমেন্টস৯ সংস্করণকে প্লাস সংস্করণে উন্নিত করতে পারবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।