ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ, চেয়ারে পরাগ আগারওয়াল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, নভেম্বর ৩০, ২০২১
টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ, চেয়ারে পরাগ আগারওয়াল জ্যাক ডরসি

বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি পদত্যাগ করেছেন। তবে তিনি কোম্পানির বোর্ডে থাকবেন।

জ্যাক ২০১৫ সালে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন।  

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি ২০১১ সালে টুইটারে যোগ দেন।

পদ ছেড়ে দিয়ে জ্যাক ডরসি বলেছেন, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। কোম্পানিটি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমি বিশ্বাস করি, যিনি দায়িত্ব নেবেন, তিনি কোম্পানিটিকে এগিয়ে নেবেন।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ