ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

------------- ডিজিটাল বাংলাদেশ -------------

ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সম্মেলনে বাংলাদেশ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সম্মেলনে বাংলাদেশ

জাতিসংঘ পরিচালিত ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (আইজিএফ) পঞ্চম আসর বসেছে লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াসে। গত ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলন শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৫ সদ্যসের একটি প্রতিনিধি দল এ মুহূর্তে সম্মেলনে আছেন। প্রতিনিধি দলে আরও আছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরি, বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের মহাসচিব এমএ হক অনু, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, এশিয়া ইউনির্ভাসিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. ফাহিম হুসাইন।

এবারের সম্মেলনের মূল প্রতিবাদ্য বিষয়গুলো হচ্ছে ম্যানেজিং ক্রিটিক্যাল রির্সোসেস, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, অ্যাকসেস অ্যান্ড ডাইভারসিটি, ইন্টারনেট গভর্ন্যান্স ফর ডেভেলপমেন্ট, টেকিং স্টক অব ইন্টারনেট গর্ভানেন্স অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড, ইমার্জিং ইস্যু: কাউড কমপিউটিং। উল্লেখিত বিষয়গুলোর উপর সম্মেলনে মোট ১০৮টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি প্রয়োগের সমতা অর্জনে এ আইজিএফ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে ইন্টারনেট ব্যবহারে শিশু, ব্যক্তি, আর্থিকপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রের নিরাপত্তা এবং ইন্টারনেটে বাংলাভাষার প্রয়োগের বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাচ্ছে বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

 

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।