ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

চেক প্রজাতন্ত্রে গুগল স্ট্রিট ভিউ নিষিদ্ধ

মনোয়রুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
চেক প্রজাতন্ত্রে গুগল স্ট্রিট ভিউ নিষিদ্ধ

আবারও সমালোচনার তোপে পড়েছে গুগল স্ট্রিট ভিউ সেবা। সম্প্রতি চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষ পূর্ব ইউরোপিয়ান দেশগুলোতে গুগলের স্ট্রিট ভিউ সেবা সম্প্রসারণের আবেদন আরেক দফা নাকচ করে দিয়েছে।

চেক প্রজাতন্ত্রের ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র হানা স্টেপানকোভা জানান, গুগলের স্ট্রিট ভিউ সেবা সম্প্রসারণের আবেদন আর অনুমোদন করা হচ্ছে না। এ মুহূর্তে এর চেয়ে বেশি কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও তিনি জানান। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে সরকারিভাবে ব্যাখা দেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দেশের মানুষের ব্যক্তি জীবনের নিরাপত্তা এবং গোপনীয়তা ভঙ্গ করার অভিযোগে ইউরোপ এবং জার্মানে এর আগেও গুগলের স্ট্রিট ভিউ সেবা সমালোচিত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।