ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বিনিয়োগের দ্বার খুলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
বিনিয়োগের দ্বার খুলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে ...

সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিশাল দ্বার উন্মোচন হয়েছে।  

বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা ও ডিজিটাল স্টার্টআপদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।


 
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চেম্বার কনফারেন্স হলে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সিলেটের প্রকল্প পরিচালক (উপ-সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইঁয়া।
 
মতবিনিময় সভায় অংশ নিতে আগ্রহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সিলেট চেম্বারে রেজিস্ট্রেশন করা ছাড়াও বিস্তারিত জানতে নিম্নোক্ত নম্বরে ০৮২১-৭১৪৪০৩, ৭১৬০৬৯, ০১৭৯৪-৪৯৯৬৮৪, ০১৬০৯-৯১৯৪৪১ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।