ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

পালসারকে টেক্কা দিতে এলো ‘হিরো এক্সট্রিম’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১, ২০২০
পালসারকে টেক্কা দিতে এলো ‘হিরো এক্সট্রিম’

বাজাজের পালসারকে টেক্কা দিতে এবার বাজারে এসেছে হিরো এক্সট্রিম ১৬০আর। ভারতের বাজারে এই মোটরসাইকেলের দাম এক লাখ টাকার মতো। 

জানা গেছে, ফ্রন্ট ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ৯৯,৯৫০ টাকা (এক্স শোরুম)। ডাবল ডিস্ক উইথ সিঙ্গল চ্যানেল এবিএস ভ্যারিয়্যান্ট-এর দাম ১,০৩, ৫০০ টাকা (এক্স শোরুম)।

হিরো এক্সট্রিম মোটরসাইকেলের হেডল্যাম্প ও টেল লাইট দুটিই এলইডি। আছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে ও এলইডি ইন্ডিকেটর।  

কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৬০ সিসি এয়ার কুলড বিএস৬ ইঞ্জিনের এ মোটরসাইকেল ৪.৭ সেকেন্ডে শূন্য থেকে ৬০ কি. মি. প্রতি ঘণ্টা গতি তোলা যাবে। পালসার এনএস১৬০ মডেলকে টেক্কা দেবে হিরোর এই মডেল।  

বাইকটি ওজন ১৩৮.৫ কেজি। পার্ল সিলভার হোয়াইট, বাইব্রেন্ট ব্লু ও স্পোর্টস রেড কালারে পাওয়া যাবে এই মডেল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।