ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সামিট টেকনোপলিস-ক্ল্যারেন ফাইবার অপটিকসের চুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
সামিট টেকনোপলিস-ক্ল্যারেন ফাইবার অপটিকসের চুক্তি চুক্তি সইকালে সামিট টেকনোপলিসের এমডি আবু রেজা খান ও ক্ল্যারেন ফাইবার অপটিকস এমডি অ্যান্ড সিইও নিরঞ্জন শর্মা।

ঢাকা: সামিট টেকনোপলিসের ফাইবার অপটিকস ক্যাবলের কারখানা স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ক্ল্যারেন ফাইবার অপটিকসের ভূমি ইজারা চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামিট থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন সামিট টেকনোপলিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু রেজা খান এবং ক্ল্যারেন ফাইবার অপটিকস এমডি অ্যান্ড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিরঞ্জন শর্মা।



চুক্তি অনুযায়ী সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট টেকনোপলিস ফাইবার অপটিকস ক্যাবল উৎপাদনে ক্ল্যারেন ফাইবার অপটিকসকে সব প্রয়োজনীয় অবকাঠামো সেবা সরবরাহ করবে। ক্ল্যারেন সামিট টেকনোপলিসে আনুমানিক তিন মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগ করবে। এখানকার উৎপাদিত অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রধানত টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সেবা সরবরাহকারী (আইএসপি) শিল্পখাতে ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটি চলতি বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে বলে আশা করছে। ক্ল্যারন ফাইবার অপটিকস ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অপটিক্যাল ফাইবার উৎপাদনকারী প্রতিষ্ঠান বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।