bangla news

রাজধানীতে ‘এস্কিমি টেড আড্ডা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৬ ৯:৫১:০৮ পিএম
রাজধানীতে ‘এস্কিমি টেড আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে ‘এস্কিমি টেড আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: এস্কিমি লিমিটেডের গুলশান-১ এর কার্যালয়ে ‘এস্কিমি টেক আড্ডা- প্রথম পর্ব’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) এস্কিমির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘এস্কিমি টেক আড্ডা’ বাংলাদেশের আইটি প্রফেশনালদের সংযোগ প্রতিষ্ঠা, জ্ঞানবর্ধণ ও ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভে সহায়ক চলমান ইভেন্টের একটি অংশ। প্রথমপর্বের বিষয় ছিল ‘পিএইচপি-তে ক্যারিয়ার ডেভেলপমেন্ট’। 

এই পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশের ৫৫ এর বেশি পিএইচপি ডেভেলপার। আনিস উদ্দিন আহম্মেদ এবং মোহাম্মাদ এমরান হাসান অনুষ্ঠানের কি-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন- এস্কিমি বাংলাদেশে ডেভেলপার হিসেবে কর্মরত নাফিউল করিম, ইসফার সিফাৎ এবং তাবিন ইসলাম সিয়াম। এ সময় উপস্থিত ছিলেন- মো. নূরুল ইসলাম শিহান, হাসিন হায়দার, জিয়াউল হক জিয়া এবং এম এ হোসেন তনু।

উল্লেখ্য, ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম ও অফ-শোর আইটি রিক্রুটমেন্ট ব্যবসা সম্প্রসারণের নিমিত্তে ২০২০ সালে ৪৫ জন সিনিয়র প্রোগ্রামার নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এস্কিমি লিমিটেড। 

বাংলোদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-26 21:51:08