bangla news

খুলেছে সামহোয়্যারইনব্লগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২৫ ৫:৪৯:৪২ পিএম
‘সামহোয়্যারইন ব্লগ’

‘সামহোয়্যারইন ব্লগ’

ঢাকা: দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর বিশ্বের প্রথম কমিউনিটি বাংলা ব্লগ ‘সামহোয়্যারইন ব্লগ’ খুলে দেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এই ব্লগ সাইট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

২০০৫ সালে প্রতিষ্ঠিত সামহোয়্যারইন ব্লগ বাংলাভাষীদের কাছে মতপ্রকাশের অন্যতম অনলাইন মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছিল। তবে প্রায় আট মাস আগে বেশকিছু জুয়া এবং পর্ন সাইটের পাশাপাশি সামহোয়ারইন ব্লগ সাইটও বন্ধ করে দেওয়া হয়।

ব্লকটি খুলে দেওয়ার পর এর ব্যবহারকারীরা এই সাইটে ভিজিট করছেন এবং মতামত প্রকাশ করছেন।

এ বিষয়ে ব্লগে নোটিশ দিয়ে ব্যবহারকারীদের তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ‘প্রিয় ব্লগার, অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো।’

‘নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রী নিজেই তার ফেসবুক টাইমলাইনে জানিয়ে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পার হলেও এই শুভবোধের জন্যে সকল বাংলা ব্লগারদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ।’

‘অভিনন্দন সকল ব্লগার বন্ধুকে। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ণ মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গণতন্ত্র এবং বাংলাভাষাভাষী অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস। সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই, সেটা দেশসহ সারাবিশ্ব জানে। দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তার অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।’

‘আমরা আনন্দিত, অবশেষে নিজেদের ঘরে ফিরতে পারার জন্যে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি, ভাষার অপমান না করি। জয় হোক প্রিয় মাতৃভূমির, জয় হোক প্রিয় মাতৃভাষার, জয় হোক মানুষের। সবার জন্যে অশেষ ভালোবাসা।’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমআইএইচ/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-10-25 17:49:42