ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

দু’দিনে অ্যাপল সোশ্যাল নেটওয়ার্কে ১০ লাখ আবেদন!

মনোয়রুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
দু’দিনে অ্যাপল সোশ্যাল নেটওয়ার্কে ১০ লাখ আবেদন!

অ্যাপলের সঙ্গীতনির্ভর সামাজিক নেটওয়ার্কিং সাইট পিং যাত্রার শুরুতেই চমক দেখিয়েছে। বয়স মাত্র দুই দিন হলেও এরই মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

আইটিউনসভিত্তিক এ সাইটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু ও পছন্দের সঙ্গীতশিল্পীদের নতুন সব তথ্য জানতে পারবেন।

পিং এ ব্যবহারকারীদের দুই দিনের সাড়া পাওয়ার ওপর ভিত্তিতে এর ভবিষ্যৎ জনপ্রিয়তা সহজেই অনুমেয়। অ্যাপল সূত্র জানিয়েছে, বর্তমানে আইটিউনসের ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি। এরই মধ্যে তার এক-তৃতিয়াংশ ব্যবহারকারী পিং এ যুক্ত হতে আইটিউনের ১০ সংস্করণ ডাউনলোড করেছে।

উল্লেখ্য, অ্যাপলের এ নতুন সামজিক নেটওয়ার্কিং সাইটে অ্যালবাম চার্ট, মিউজিক, নতুন অ্যালবামের তরতাজা খবর ছাড়াও আছে ১৭ হাজারের বেশি কনসার্টের তালিকা।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।