ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ডিএসই এসএমই-ভি-নেক্সট ওয়েবসাইটের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ডিএসই এসএমই-ভি-নেক্সট ওয়েবসাইটের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশি কোম্পানি ও প্রকল্পগুলোর সঙ্গে চীনসহ অন্যান্য দেশের বিনিয়োকারীদের মধ্যে সংযোগ স্থাপনে ডিএসই এসএমই ও ভি-নেক্সট নামে দুটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ।

সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এ দুটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও নির্বাহী পরিচালক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার প্রতিনিধি, চেম্বার প্রতিনিধি, বিভিন্ন অ্যাসোসিয়েশন প্রতিনিধি, তালিকা এবং অ-তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধি, মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধি, ইস্যু ম্যানেজার, অডিটরস ও এসএমই সেক্টরের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।