bangla news

মুখের কথায় বদলে যাবে টিভি চ্যানেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২৫ ১:২৬:২১ পিএম
ভিশন ভয়েস কন্ট্রোল টিভির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি: ডিএইচ বাদল

ভিশন ভয়েস কন্ট্রোল টিভির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: টেলিভিশনের রিমোটের নির্দিষ্ট বাটন চেপে আপনি যে কোনো চ্যানেলের নাম উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে সেই চ্যানেল চলে আসবে। শুধু তাই নয়, বলার সঙ্গে  সঙ্গে টিভি স্ক্রিনে ভেসে উঠবে ইউটিউব, আইফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো। অ্যান্ড্রয়েডচালিত এ টিভি বাজারে এনেছে ভিশন ইলেকট্রনিকস। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ফোরকে ডিসপ্লের এ টিভিতে দেখা যাবে এইচডির চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও নিখুঁত ভিডিও।

রোববার (২৫ আগস্ট)  রাজধানী ঢাকার প্রিমিয়ার প্লাজায় এ টিভির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিটি পণ্যের মান উন্নয়নে বিশ্বর বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছি। আমাদের পরিকল্পনা গ্রাহককে যেন সর্বোচ্চ মানের পণ্য দিতে পারি। আর পণ্যের গুণগত মানের কারণে দেশীয় ব্রান্ড হিসেবে ভিশন ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সর্বাধুনিক প্রযুক্তির নতুন এ টিভি গ্রাহকের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। 

আজ থেকেই বাজারে পাওয়া যাবে ভিশনের ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি। ২ দশমিক ৫ গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট স্ট্রোরেজ সক্ষমতা রয়েছে। ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের টিভিগুলো দাম পড়বে ৯৭ হাজার, ১ লাখ ৬৮ হাজার ও ৩ লাখ ২৫ হাজার টাকা।  

অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিকসের হেড অব অপারেশন মাহাবুবুর রহমান, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, সিনিয়র ব্রান্ড ম্যানেজার রাকিব আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসই/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   টেলিভিশন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-25 13:26:21