ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

সোশ্যাল মিডিয়ায় অহেতুক সমালোচনাকারীরা নজরদারিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
সোশ্যাল মিডিয়ায় অহেতুক সমালোচনাকারীরা নজরদারিতে .

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের কিছু সমর্থকদের ও দলের বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং প্রতীকী উদ্যোগের অহেতুক সমালোচনাকারীদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। 

ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্নভাবে প্রতীকী কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ এবং সরকারের মন্ত্রীরা। প্রতীকী এ কর্মসূচির সমালোচনা করছেন অনেকেই।

 

বিশ্বস্তসূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কিছু প্রতীকী কর্মসূচির অহেতুক সমালোচনায় দলের কিছু সমর্থককেও যুক্ত হতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তাদের পোস্ট ও মন্তব্য লিপিবদ্ধ করা হচ্ছে।

আওয়ামী লীগ দলীয় সূত্র জানিয়ে, দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ বিষয়ে কাজ করছে। এছাড়া সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯ 
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad