ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের সমস্যার অভিযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের সমস্যার অভিযোগ ইন্সটাগ্রাম

ছবি ও ভিডিও শেয়ারিংয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন এর ব্যবহারকারীরা। ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারী ছাড়াও রাশিয়ার একাংশের ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে এ সংক্রান্ত সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, বুধবার (২৪ জুলাই) বিকেলে ৩টার পর পোল্যান্ড থেকে ইন্সটাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ার অভিযোগ আসে। পরে জার্মানি, হাঙ্গেরি, বেলারুশ, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য থেকে একই অভিযোগ পাওয়া যায়।

যার সংখ্যা ঘণ্টার মধ্যেই হাজার ছাড়িয়ে যায়।

এছাড়া মস্কো থেকেও অভিযোগের কথা জানানো হয়েছে।

ব্যাপক জনপ্রিয় সামাজিক এ মাধ্যমটি ব্যবহারে সম্প্রতি কয়েকবার ভোগান্তিতে পড়ার খবর জানানো হয়, এমনকি ২৪ ঘণ্টার ব্যবধানে দুইবারও এ ঘটনা ঘটে।

তবে বুধবারের সমস্যার বিষয়ে ফেসবুক মালিকানাধীন সামাজিক এ যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের প্রাথমিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad