ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

সাড়ে ৮ লাখের মাইলফলকে সিম্ফনির ভি-৭৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
সাড়ে ৮ লাখের মাইলফলকে সিম্ফনির ভি-৭৫

ঢাকা: বাংলাদেশের সাড়ে আট লাখ গ্রাহকের চাহিদা পূরণ করতে পেরেছে সিম্ফনির ভি-৭৫ মডেলের হ্যান্ডস্যাটটি।

গত ৩ জুলাই ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সিম্ফনির একটি দোকান থেকে তাছলিমা আক্তার নামে একজন গ্রাহক সিম্ফনি ভি-৭৫ এর সাড়ে আট লাখতম হ্যান্ডস্যাটটি ক্রয় করেন।

এদিন সাড়ে আট লাখতম গ্রাহককে অভিনন্দন জানিয়ে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সিম্ফনির হেড অব সেলস এমএ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মাদ রিয়াদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস) তারিকুল ইসলাম।

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিক্রিত এ মডেলের হ্যান্ডস্যাটটি ২০১৬ সাল থেকে আমদানি শুরু করে সিম্ফনি। পরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ২০১৮ সাল থেকে বাংলাদেশেই এ মডেলের হ্যান্ডস্যাটটির উৎপাদন শুরু করা হয়।

আমাদানি ও উৎপাদন মিলিয়ে এখন পর্যন্ত ভি-৭৫ মডেলের হ্যান্ডস্যাটটির আট লাখ ৭০ হাজার পিস বাজারে আনতে সক্ষম হয়েছে সিম্ফনি। গ্রাহকদের চাহিদা থাকার কারণে এখনও ভি-৭৫ মডেলের হ্যান্ডস্যাটটি উৎপাদন করে যাচ্ছে তারা।  

গ্রাহক চাহিদার শীর্ষে থাকা এই হ্যান্ডসেটটির বাজারমূল্য চার হাজার সাতশ নব্বই টাকা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।