ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের শুভেচ্ছা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
স্বাধীনতা দিবসে গুগলের শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশেষ দিন কিংবা বিশেষ মুহূর্তে ডুডলের মাধ্যমে শুভেচ্ছা জানায় বিশ্বের সবচেয়ে বড় সার্চইঞ্জিন গুগল। বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেও বরাবরের মতো শৈল্পিক ডুডল করেছে প্রতিষ্ঠানটি।

২৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে গুগলের ওয়েবসাইটে বাংলাদেশের জাতীয় পতাকার রংয়ের আদলে লাল-সবুজের সংমিশ্রণে অ্যানিমেটেড ডুডলটিতে তিনজন মাঝিকে তিনটি পৃথক নৌকা বাইতে দেখা যাচ্ছে।

তাদের মধ্যে দু’জন মাঝির নৌকায় কিছু পণ্যও দেখা যায়।

সাধারণত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুবার্ষিকী স্মরণ করতে নিজেদের হোম পেজে লোগো পরিবর্তন করে গুগল। শিল্পসম্মত সংশ্লিষ্ট বিষয়ের আরেকটি লোগো বসানো হয় সেখানে। এটিই হলো ডুডল।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ।

স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দিনভর দেশব্যাপী চলবে নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।