bangla news

দেশে প্রথম ইউপি হোল্ডিং ট্যাক্স সফটওয়্যারের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-০৭ ৬:০১:৪৮ এএম
চাটমোহর উপজেলা

চাটমোহর উপজেলা

পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় উদ্বোধন করা হলো দেশের প্রথম ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার।

মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার মুলগ্রাম ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মধ্যেমে এ সফটওয়্যারের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ছাইকোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, এমআইই সি ল্যাব লিমিটেডের সিও নজরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংক রকেটের জেলা ম্যানেজার সাজ্জাদুল হক প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ডিসি জসিম উদ্দিন বলেন, এ ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে বাড়িতে বসেই হোল্ডিং ট্যাক্স অনলাইন বা মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে পারবেন ইউনিয়নের বাসিন্দারা। এতে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায়ের হার বাড়বে কয়েকগুণ। এছাড়া এই ডিজিটাল সেবার মাধ্যমে সচেতনতা সৃষ্টিমূলক প্রচারণা, প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য, সরকারি নির্দেশনাসহ বিভিন্ন বিষয়ে ক্ষুদে বার্তা দ্রুত সময়ে ইউনিয়নের মানুষের মোবাইলে পাঠানো সম্ভব হবে।

ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, গত তিন-চার বছরে মুলগ্রাম ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায় উপজেলার মধ্যে সবচেয়ে কম ছিল। কিন্তু এ সফটওয়্যার আসার পর পরীক্ষামূলক চালিয়ে দেখা যায়, মাত্র কয়েক মাসে প্রায় ৮ লাখ টাকা ট্যাক্স আদায় হয়েছে।

জানা যায়, চাটমোহর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ‘ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার’র কারিগরি সহায়তা দিয়েছে এমআইইসি ল্যাব লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংকের রকেট।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-08-07 06:01:48