ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের পোস্ট উধাওয়ের অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, এপ্রিল ২৪, ২০১৮
ফেসবুকের পোস্ট উধাওয়ের অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ...

নিজের ফেসবুকে দেওয়া পোস্ট উধাওয়ের অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিষয়টি তাকে বেশ ভাবিয়ে তুলেছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ৯টা নাগাদ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘আমার ফেসবুকের উপর অনেক অত্যাচার হয়েছে সারারাত।

হ্যাকিং। পোষ্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে’।  

শাহরিয়ার আলমের ওই পোস্টোর পর সেখানে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। শেয়ারও হয়েছে ৮শ’র মতো।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়েছেন, এ সংক্রান্ত তথ্য ও ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যা তিনি এখন ‘উধাও’ হওয়ার অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ