ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাওমির কাছে ভারতের বাজার হারাচ্ছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শাওমির কাছে ভারতের বাজার হারাচ্ছে স্যামসাং শাওমির এমআই মিক্স ২ হ্যান্ডসেট

প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে বাজার মাতিয়ে ক্রেতাদের হাতে একের পর এক স্মার্টফোন তুলে দেওয়া স্যামসাং সেই ‘বাজার’ হারাতে বসেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে সে শঙ্কায় ফেলেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি।

আর মাত্র দুই শতাংশ বাজার শেয়ার দখলে নিতে পারলেই ভারতের বাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতার ‘মুকুট’টি দখলে নেবে ২০১১ সালের অগাস্টে স্মার্টফোনের মাধ্যমে বাজারে আসা চীনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের বাজারে অন্য যেকোনো ব্রান্ডের তুলনায় দ্রুত এগিয়েছে শাওমি। গত বছর যেখানে কোম্পানির প্রবৃদ্ধির হার ছিলো ৬ শতাংশ, চলতি বছর একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) এ বৃদ্ধির হার হয়েছে ২২ শতাংশ। যা কোম্পানিটিকে ভারতের বাজারে শীর্ষ পাঁচে নিয়ে এসেছে।  

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের বাজারে শাওমি ও স্যামসাংয়ের স্মার্টফোনের মোট চালান এসেছে ৪৫ শতাংশ। যার মধ্যে শাওমির ২২, স্যামসাংয়ের ২৩ শতাংশ।

এদিকে ভারতের বাজারে অনলাইনে কেনাকাটায় ৩৪ শতাংশ স্মার্টফোন ক্রেতা শাওমির ফোন বাছাই করছেন, এর মধ্যে শীর্ষে রয়েছে কোম্পানির ‘রিদমি নোট ৪’ হ্যান্ডসেটটি।

প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সহকারী পরিচালক তরুণ পিথাক বলেন, ভারতের বাজারে বিক্রি হওয়া শীর্ষ পাঁচটি স্মার্টফোনের তিনটিই শাওমির।

অন্যদিকে ঘরে বাজারে হারাতে বসা শাওমির জন্য এটি ফের উত্থানের চিত্র হিসেবে দেখছেন সিইও লি জুন। গত মাসে কোম্পানিটি রেকর্ড এক কোটি হ্যান্ডসেটের চালান পাঠিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।