ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের নতুন মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
গ্রামীণফোনের নতুন মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম

ঢাকা: দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন সোলায়মান আলম। এর আগে তিনি দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।



রোববার (৩১ জানুয়ারি) গ্রামীণফোন জানায়, টেলিকম কোম্পানিসহ এফএমসিজিতে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে সোলায়মান আলমের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করা সোলায়মান আলম ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশে কর্মজীবন শুরু করেন।

বাংলালিংকে মার্কেটিং কমিউনিকেশন, ভ্যালু অ্যাডেড সার্ভিস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, করপোরেট কমিউনিকেশন্স ও মিডিয়া, থ্রিজি ডাটা সার্ভিস, মার্কেট অ্যানালাইসিস, প্ল্যানিং, গবেষণা ও বিতরণ বিভাগে বেশ সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন সোলায়মান।

এছাড়া ভিমপেলকমের (নেদারল্যান্ডে বাংলালিংকের মূল কোম্পানি) অংশ হিসেবে সোলায়মান আলম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সদস্য হিসেবে মনোনীতও হয়েছেন।

ব্যক্তি জীবনে বিবাহিত সোলায়মান দুই সন্তানের জনক। শিল্প ও সংস্কৃতির প্রতি রয়েছে তার বিশেষ আগ্রহ।  

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।