ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই চালু করবে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
দেশজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই চালু করবে গ্রামীণফোন

ঢাকা: গ্রাহকদের জন্য দেশজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ চালু করবে সব থেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
 
চলতি বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে।


 
প্রাথমিকভাবে এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হবে এবং প্রথম তিন মাস গ্রামীণফোন গ্রাহকরা বিনা খরচে এ ওয়াই-ফাই সেবা গ্রহণ করতে পারবেন।
 
গ্রামীণফোন গ্রাহকরা ওয়াই-ফাই হট স্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াই-ফাই চালু করলে ‘জিপি ওয়াই-ফাই’ নামে একটি এসএসআইডি দেখতে পাবেন।
 
‘জিপি ওয়াই-ফাই’ এ যুক্ত হওয়ার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এ পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন, যা তাকে ওয়াই-ফাই ব্যবহার করতে দেবে।
 
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ আইএসপি ‘আমরা নেটওয়ার্ক’ এ উদ্যোগে কারিগরী সহায়তা দেবে।
 
বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। দেশজুড়েই গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে দেশজুড়ে থ্রি-জি সেবা ছড়িয়ে দিচ্ছে। এ শক্তিশালী নেটওয়ার্কের ভিত্তিতেই বিভিন্ন আকর্ষণীয় ইন্টারনেট অফার দেওয়া হচ্ছে।
 
এ উদ্যোগের ফলে গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ পৌঁছে দেওয়ার আকাঙ্খা আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করে গ্রামীণফোন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।