ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ঝুঁকিমুক্ত অ্যাপাসার পাওয়ার ব্যাংক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ঝুঁকিমুক্ত অ্যাপাসার পাওয়ার ব্যাংক

স্মার্টফোন ও ট্যাবের চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা ঘুচতে নতুন দুইটি বহনযোগ্য পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরি উভয় ডিভাইসই ওজনে হালকা ও গড়নে পাতলা হওয়ায় ব্যবহারকারীরা চলতি পথে এটি সহজে বহন করতে পারবে।



এতে লিথিয়াম পলিমার ব্যাটারির ব্যবহার হওয়ায় বিস্ফোরণেরও ঝুঁকি নেই।

অ্যাপাসার ব্রান্ডের বি-৫১০ পাওয়ার ব্যাংক দিয়ে একটি স্মার্টফোন ফুল চার্জ দেয়া যায় তিনবার। এর শক্তি ধারণ ক্ষমতা ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার। আর বি-৫২০ মডেলের পাওয়ার ব্যাংকের শক্তি ধারণ ক্ষমতা  দ্বিগুণ। ১০ হাজার মিলি অ্যাম্পিয়ারের এই পণ্য দিয়ে ট্যাবও চার্জ করা যায়।

এছাড়া দুটি পাওয়ার বাংকেই আছে ইউএসবি পোর্ট। ফলে চার্জ দেয়া ও স্থানান্তরের সুবিধা রয়েছে।

অ্যাপসার বি-৫১০ পাওয়ার ব্যাংকের মূল্য এক হাজার ৮৫০ টাকা এবং বি-৫২০ মডেলের দাম দুই হাজার ৯০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।