bangla news

চীনে উন্মোচিত হচ্ছে আইফোন ফোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-১৬ ৭:০৫:৩৮ পিএম

আসছে সেপ্টেম্বর থেকে চীনে আইফোন ফোর উন্মোচনের পরিকল্পনা চলছে। চীনে আইফোন এর নতুন সংস্করণ প্রথমবার উন্মোচন করবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা চীনা ইউনিকম।

আসছে সেপ্টেম্বর থেকে চীনে আইফোন ফোর উন্মোচনের পরিকল্পনা চলছে। চীনে আইফোন এর নতুন সংস্করণ প্রথমবার উন্মোচন করবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা চীনা ইউনিকম।

চীনে এতদিন যারা আইফোন ফোর ব্যবহার করার জন্য অপেক্ষা করছিল তাদের জন্য খবরটা আনন্দের বলে চীনা ইউনিকম মুখপাত্র জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ জুন আইফোন ফোর উন্মোচনের পর এবার চীনে এর বিপণন শুরু হতে যাচ্ছে।

মোবাইল গ্রাহকদের নিত্যনতুন মোবাইল সেবা দিতে চীনা ইউনিকম অনেক দিন থেকেই কাজ করে যাচ্ছে। গত বছরই তারা চীনে আইফোন থ্রিজিএস উন্মোচন করে। পরবর্তী পদক্ষেপ হিসেবে এবার আইফোন ফোর উন্মোচনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2010-08-16 19:05:38