ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পোস্টম্যানদের ই-বাইক দেওয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, এপ্রিল ১৩, ২০২৫
পোস্টম্যানদের ই-বাইক দেওয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  

রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য তাদের ইলেকট্রিক বাইক (ই-বাইক) বরাদ্দ দেওয়ার হবে বলে জানান তিনি।

 

একইসঙ্গে পোস্টাল অ্যাড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেসের বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করার ব্যবস্থা করা হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা জানান।  

তিনি জানান, ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পার্সেল সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর এমওইউ সই করে আরবান পার্সেল ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা। ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালী, অন্যদিকে বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরের শক্তিশালী। এ দুইয়ের কম্বিনেশন দেশের পার্সেল ডেলিভারি নেটওয়ার্ক শক্তিশালী করবে বলে আশা করি।  পাশাপাশি আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ