ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টারলিংকের সেবা দেবে বিএসসিএল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, মার্চ ২৫, ২০২৫
স্টারলিংকের সেবা দেবে বিএসসিএল

ঢাকা: আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারের কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। বাংলাদেশ থেকে দুই হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বিএসসিএল।

বিএসসিএল জানিয়েছে, এই ইন্টারনেট সেবা ব্যবহার করে আগামী ৯ এপ্রিল থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার হবে। এতে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

এদিকে রাজধানীতে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। তাতে দেখা গেছে ইন্টারনেট স্পিড চমকপ্রদ।

ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারের ইন্টারনেট স্পিড টেস্টের ফলাফল শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে দেখা গেছে, ডাউনলোড স্পিড ২৩০ এমবিপিএস ও আপলোড স্পিড ২০ এমবিপিএস।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ