ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারবাড-হেডফোন পরিষ্কার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মার্চ ১২, ২০২৪
এয়ারবাড-হেডফোন পরিষ্কার করবেন যেভাবে

দীর্ঘদিন ব্যবহারের কারণে শখের হেডফোনটি নোংরা হয়ে গেছে? ঝটপট পরিষ্কার করে ফেলুন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন হেডফোন-

১।

কানেক্টেড অবস্থায় না রেখে ডিভাইস থেকে খুলে নিয়ে হেডফোন পরিষ্কার করুন।

২। কুসুম গরম পানি, ডিস ওয়াশিং লিকুইড, স্প্রে বোতল ও নরম কাপড় নিন।

৩। ছোট একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে এক ফোঁটা লিকুইড সোপ দিন।

৪। দ্রবণটি ভালো করে নেড়ে স্প্রে বোতলে ভরে নিন।

৫। কাপড়ে দ্রবণ স্প্রে করে নিন। কাপড় যেন খুব বেশি ভিজে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এবার কাপড় দিয়ে সাবধানে ঘষে পরিষ্কার করুন হেডফোন।

৬। পেপার টাওয়েল অথবা পরিষ্কার শুকনা কাপড় দিয়ে ঘষে পরিষ্কারক দ্রবণ মুছে ফেলুন।

৭। এয়ারবাড বা কানের ভেতরে যে অংশ থাকে সেটা পরিষ্কার করুন রাবিং অ্যালকোহলে তুলা ভিজিয়ে। প্রয়োজনে শুকনা টুথব্রাশ ব্যবহার করুন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।