ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ব্রডব্যান্ড ব্যবহারকারী দেশগুলোর শীর্ষে দ.কোরিয়া

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
ব্রডব্যান্ড ব্যবহারকারী দেশগুলোর শীর্ষে দ.কোরিয়া

এ মুহূর্তে বিশ্বের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর দৌড়ে দক্ষিণ কোরিয়া আছে শীর্ষ অবস্থানে। ইন্টারনেট সেবার গুণগত মান এবং ব্যবহারকারীদের চাহিদার ওপর ভিত্তি করে নেটওয়ার্কিং পণ্য নির্মাতা সিসকো বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় প্রথম থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, লুমেক্সবার্গ, সিঙ্গাপুর, মালতা, নেদারল্যান্ড, আরব আমিরাত, কাতার, সুইডেন এবং ডেনমার্ক।

উল্লেখ্য, বিশ্বব্যাপী নিবন্ধিত ৭২টি দেশের মোট ২৩৯টি প্রদেশের উপর জরিপ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ জরিপে আরও জানা যায়, গত এক বছরে বিশ্বের ইন্টারনেট সেবার শতকরা ২৪ ভাগ উন্নয়ন ঘটেছে।

অন্যদিকে ব্রডব্যান্ডের পাশাপাশি মোবাইলভিত্তিক ইন্টারনেট সেবার মানও অনেক বেড়েছে। কারণ এ মুহূর্তে বিশ্বের শতকরা ১০ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী ব্রডব্যান্ড ইন্টারনেটের সমতুল্য গতি উপভোগ করছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।