ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

সনি ও গুগলের উদ্যোগে ইন্টারনেট টিভি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

অচিরেই ইন্টারনেট টিভি উন্মোচন করতে যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। আর তাদের এ যাত্রায় সহযাত্রী হচ্ছে গুগল।

কারণ গুগলের ওয়েব সার্ফিং প্রযুক্তির মাধ্যমে সনির এ ইন্টারনেট টিভিতে বহু অনুষ্ঠান দেখা সম্ভব।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে ১৬ অক্টোবর থেকে নিউইয়ার্কে এ টিভির বাণিজ্যিক বিক্রি শুরু হবে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েয়ে, নতুন এ টিভির এলসিডি পর্দা ২৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি আকৃতির। এ টিভির মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের ভিডিও উপভোগ করা যাবে। গুগলের অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এ টিভি তৈরি করা হয়েছে। আর একে গতিশীল করতে প্রসেসিং পাওয়ার হিসেবে আছে ইনটেল অ্যাটম প্রসেসর।

ব্যবহারকারীরা তাদের কাক্সিত ভিডিও সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে এ টিভিতে দেখতে পারবেন বলে গুগল সূত্র জানিয়েছে। এজন্য এতে কিবোর্ডের সমন্বয়ে একটি রিমোট কন্ট্রোল যুক্ত করা হয়েছে। যার সাহায্যে এটি যেমন রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে, তেমনই কিবোর্ডেরও কাজ করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।