ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ অক্টোবার ঢাকাস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা২০১০। এতে অংশগ্রহণ করে ৩০টি বিশ্ববিদ্যালয়ের উদীয়মান তরুণ এবং সম্ভাবনাময় কমপিউটার প্রোগ্রামাররা।

আয়োজক সূত্র জানিয়েছে, এ প্রতিযোগিতায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮০টি দল অংশগ্রহণ করে। পাঁচ ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রতিটি দলকে ১০টি তাৎক্ষণিক সমস্যার সমাধান করতে হয়। এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমপিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ।

এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড। আগ্রহীরা প্রোগ্রামাররা www.daffodilvarsity.edu.bd/ncpc2010 এ সাইটে আরও বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।