ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল বাংলাদেশ

বান্দরবানে ‘আইসিটি অবকাঠামো ও জনবল তৈরি’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

বান্দরবার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

৬ অক্টোবর থেকে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ‘আইসিটি অবকাঠামো ও জনবল তৈরি’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী কমপিউটার ফাউন্ডেশন ও উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচিতে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ১২৩ জন প্রশিণার্থী নিবন্ধিত হয়।

এ প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ৩৪ জন প্রশিণার্থীকে অপর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আরও তিন মাসের উচ্চতর প্রশিণের সুযোগ প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বান্দরবানে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অফিস কমপ্লেক্সে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এডিএম আবদুল বাসেত। তিনি বলেন, উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।