ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

টুইটার নিয়ে আসছে প্রোমোটেড অ্যাকাউন্ট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
টুইটার নিয়ে আসছে প্রোমোটেড অ্যাকাউন্ট

বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সোশ্যাল সাইট টুইটার ‘প্রোমোটেড অ্যাকাউন্ট’ সেবার মানোন্নয়নে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। এছাড়াও প্রোমোটেড টুইটস এবং ট্রেন্ডের মাধ্যমে টুইটার থার্ড পার্টি অ্যাপলিকেশন এবং সেবার প্রচারে কাজ করবে।

প্রোমোটেড অ্যাকাউন্টের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা টুইট ব্যবহারকারীদের মতামতের উপর ভিত্তি করে তাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের গুণগত মান বাড়াতে উদ্যোগ নেবে। এরই মধ্যে প্রোমোটেড অ্যাকাউন্টের পরীক্ষামূলক ব্যবহার সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে স্বল্প সংখ্যক ব্র্যান্ড প্রমোশন প্রতিষ্ঠানের জন্য এ সেবা চালু করা হবে। ফলে সেবাভুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের টুইটার অ্যাকাউন্ট প্রোমোট করতে পারবে। ফলে টুইটার ব্যবহারকারীরা উক্ত সব প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট দেখতে পারবে আগাম ঘোষিত ‘হু টু ফলো’ সেকশনে। যেটি টুইটার ওয়েব ইন্টারফেস হিসেবে কাজ করবে।

আগে টুইটার একটি নতুন অ্যাড প্ল্যাটফর্ম ফিচার ‘প্রোমোটেড টুইট’ উন্মুক্ত করেছিল। আবারও টুইটার ‘প্রোমোটেড টুইটের’ মানোন্নয়ন করছে। ফলে বিজ্ঞাপনদাতা সহযোগী প্রতিষ্ঠানগুলো ওয়েব পৃষ্ঠার উপরের দিকে সার্চ রেজাল্ট প্রদর্শনের সুযোগ পাবেন।

প্রোমোটেড অ্যাকাউন্ট মূলত অ্যালগরিদমভিত্তিক। অ্যালগরিদমটি টুইটার ব্যবহারকারীর তালিকা প্রকাশে সাহায্য করবে। ক্যারোলিন পেনার টুইটার যোগাযোগকারী বিশ্লেষক ব্লগে জানিয়েছে, বিজ্ঞাপনদাতা যখন অ্যাকাউন্ট প্রোমোট করবে তখন এ অ্যালগরিদম টুইটারের প্রোমোট অ্যাকাউন্ট অনুসারীদের চিহ্নিত করবে।

ফলে প্রোমোটেড অ্যাকাউন্টের মাধ্যমে টুইটার ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনদাতারা সহজেই তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন উপস্থাপন করার সুযোগ পাবেন। অচিরেই টুইটারের প্র্রমোটেড অ্যাকাউন্ট ফিচার ‘হু টু ফলো’ এর কার্যক্রম বাণিজ্যিকভাবে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।