ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

৬২ কোটি ৫২ লাখ ডলার জরিমানার সম্মুখীন অ্যাপল

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
৬২ কোটি ৫২ লাখ ডলার জরিমানার সম্মুখীন অ্যাপল

সম্প্রতি এক স্বত্ত্বাধিকার মামলায় ফেঁসে গেছে অ্যাপল। এ মামলায় যুক্তরাষ্ট্রের আদালাত অ্যাপলকে ৬০ কোটি ডলার জরিমানা করেছে।

এরই মধ্যে অ্যাপল এ সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখতে আদালতের কাছে আবেদন করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মিরর ওয়ার্ল্ডস অভিযোগ করেছে, অ্যাপল তাদের চারটি প্রযুক্তি অবৈধভাবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র আদালত এ অভিযোগ খতিয়ে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে। আদালত সূত্র জানিয়েছে, প্রায় তিনটি প্রযুক্তির অবৈধভাবে ব্যবহারে পুরোপুরি মিলে গেছে।

তাই তারা প্রতিটির জন্য গড়ে ২০ কোটি ৮৫ লাখ ডলার করে জরিমানা করেছে। যদি আদালতের এ সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে মোট জরিমানার পরিমাণ ৬২ কোটি ৫২ লাখে দাঁড়াবে, যা যুক্তরাষ্ট্র আদালত কর্তৃক জরিমানার ইতিহাসে অন্যতম বড় দৃষ্টান্ত হবে।

অ্যাপল অবশ্য এ সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে যুক্তরাষ্ট্র আদালতের কাছে প্রার্থনা জানিয়েছে। উল্লেখ্য, আদালত যদি তাদের প্রার্থনা মঞ্জুর করে তাহলেও ন্যূনতম জরিমানার পরিমাণ হবে ২০ কোটি ৮৫ লাখ ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad