ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প

বন্যা দুর্গতদের মধ্যে লাফার্জ সুরমার ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
বন্যা দুর্গতদের মধ্যে লাফার্জ সুরমার ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্ল্যান্টের কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারে এই খাদ্য সামগ্রী ২৩০টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, লাফার্জ সুরমার ভারপ্রাপ্ত প্ল্যান্ট ম্যানেজার হার পালসিং, স্টেক হোল্ডার রিলেশন ম্যানেজার শেখ মো. আবুল কালাম, কমিউনিকেশন এবং পিআর বিভাগের নাফীজ ইমতিয়াজ করিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ কেজি তেল দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।