ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ভারত

করোনা: সুস্থতার হারে স্বস্তিতে পশ্চিমবঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
করোনা: সুস্থতার হারে স্বস্তিতে পশ্চিমবঙ্গ থার্মাল স্ক্যানার মেশিন শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে

কলকাতা: একদিকে যেমন প্রতিদিন পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে, সেসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৭ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত রাজ্যে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ৭৮৮ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন তিন হাজার ২০৭ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ৫৪ হাজার আটজন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫ দশমিক ১৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে তিন হাজার ৫৬২ জন।

তবে চিন্তা বাড়াচ্ছে কলকাতা। যদিও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪পরগনা। ওই জেলায় মোট কোভিড কেসের সংখ্যা পাঁচ হাজার ৫০ জন। এরপরই রয়েছে কলকাতা চার হাজার ২৯৪ জন, দক্ষিণ ২৪পরগনায় এক হাজার ৩২১ জন, হাওড়ায় এক হাজার ২৫ জন। যা কার্যত রেকর্ড সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী।

রাজ্য স্বাস্থ্য দফতর তথ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ৪৬ হাজার ৫০৫টি কোভিড টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে ২১ লাখ ৫৮ হাজার ৬৯০টি টেস্ট করা হয়েছে। রাজ্যে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ৩২টি ও বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫টি।

অপরদিকে সোমবার চলছে সাপ্তাহিক লকডাউন। এছাড়া এ মাসের ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্য সরকারের নির্দেশে লকডাউন থাকবে পশ্চিমবঙ্গ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ভিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।